নাগ ফজলি আম
নাক ফজলি আমের নিচের অংশ নাকের মত চ্যাপ্টা-লম্বা। এই জাতের আম আকৃতিতে লম্বায় প্রায় চার ইঞ্চি আর চওড়ায় দেড় ইঞ্চি হয়ে থাকে। আমের চামড়া পাতলা ও বীচি সরু। প্রত্যেকটি আমের ওজন সাধারণত ৩০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়।
নাক ফজলী আম বাংলাদেশে শুধুমাত্র নওগাঁ জেলার ধামইরহাট ও বদলগাছি, রাণীনগর, পোরশা, সাপাহারসহ প্রায় সব উপজেলায় চাষ হচ্ছে। অনেকে মনে করেন এ আমের নিচের দিকে নাকের মত চ্যাপ্টা হয়ায় এর নাম করণ হয়েছে নাক ফজলী।
আম চাষীদের কাছ থেকে জানা যায়, নাক ফজলী আম ১৯৬৭সালে আফতাব হোসেন ভান্ডারীর মাধ্যমে ধামুইরহাট উপজেলায় প্রথম বিস্তার লাভ করে।